প্রকাশিত: Fri, Jun 7, 2024 12:21 PM
আপডেট: Thu, Jul 10, 2025 11:24 PM

[১]এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক-ভ্যাট সুবিধা বাতিলের প্রস্তাব

সালেহ্ বিপ্লব: [২] বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। সাধারণের সঙ্গে বৈষম্য কমানোর লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে এই সুবিধা বাতিল করে শুল্ক ও ভ্যাট আরোপ করা হচ্ছে।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে এ কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

[৪] অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সব প্রকার শুল্ক কর অব্যাহতি বিদ্যমান রয়েছে। কর অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করে কেবলমাত্র আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং মূসক (মূল্য সংযোজন কর) ১৫ শতাংশ নির্ধারণ করে অন্যান্য সব শুল্ক-করাদির অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করছি। এজন্য বিদ্যমান প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার সুপারিশ করছি।